পটুয়াখালী র্যাব কর্তৃক জাটকা ইলিশ ও ট্রালারসহ আটক-২
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ ,৫ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৫:৩৭ অপরাহ্ণ ,৭ ডিসেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। ২ মণ জাটকা ইলিশ ও ২টি মাছ ধরার ট্রলার জব্দ সহ ২ জন জাটকা ব্যবসায়ী কে আটক করেছে পটুয়াখালী র্যাব-৮। পরে ভ্রাম্যমান আদালতে তাদেরকে জড়িমানা করা হয়।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৪ ডিসেম্বর-১৯ বুধবার সন্ধ্যা ৬.টার দিকে বরগুনা জেলার বামনা থানাধীন আমুয়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামের মৃত- মোবারক আলির ছেলে মোঃ আশরাফ আলি (৭০) ও পটুয়াখালী জেলার মহিপুর উপজেলার খাজুরা গ্রামের মোঃ নুরু আকনের ছেলে মোঃ ফরিদ আকন (৩০)।
পরবর্তীতে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যবসায়ীর প্রত্যেককে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা মোতাবেক ৫০০০/- করে মোট ১০০০০/- অর্থ দন্ড ধার্য করা হয়। জব্দকৃত জাটকা সমূহ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।