নিউজ ডেস্ক ।। ভারতীয় টিভি সিরিয়াল এবং সিনেমার কারণে পারিবারিক ও সামাজিক সমস্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।
মুখ্যমন্ত্রী বলেন, ’আমাদের সিনেমা ও সিরিয়ালে আজকাল আমরা সমাজের খারাপ দিকটাই বেশি তুলে ধরে দেখিয়ে দেই । আমাদের মনে রাখতে হবে, আজকাল ভালো জিনিস লোকে খুব কম গ্রহণ করে । খারাপ জিনিসটা অনেক তাড়াতাড়ি গ্রহণ করে । তাই চেষ্টা করতে হবে খারাপ জিনিসটা না দেখানোর।’
বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত প্রযোজক ও পরিচালকদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ’সামাজিক গল্প করুন বেশি বেশি করে । এক ঘরে তিন-তিনটে বউ দেখানোর দরকারটা কি?’
শুক্রবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের প্রায় ২৫ হাজার কেবল অপারেটর ও ৩০টির মতো এমএসওদের নিয়ে এক বৈঠকে মমতা এসব কথা বলেন । এ সময় সেখানে টলিউডের একঝাঁক তারকা, পরিচালক ও প্রযোজক উপস্থিত ছিলেন ।
সিরিয়ালের গল্প নিয়ে ঠাট্টার ছলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আরো বলেন, ‘একটা ছেলের বাবা নেই, বাবার পরিচয় নেই । একজনের ঘরে তিন-চারটে বউ, তিন-চারটে কুটনি(কুমন্ত্রণাদাত্রী)। একজন আরেকজনকে বিষ খাইয়ে দিচ্ছে । শাশুড়ি-বউয়ের মধ্যে রোজকার ঝামেলা । যত খারাপ খারাপ জিনিস যারা জানে না- তাদেরও শিখিয়ে দেওয়া হচ্ছে সিরিয়ালের মাধ্যমে । এর ফলে সমাজে অনেক সমস্যা তৈরি হচ্ছে । সামজিক অবক্ষয় ঘটছে।’
এদিন তৃণমূল কংগ্রেসের নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব নিয়েও সরব হন । তিনি বলেন, এখন ইউটিউবের মাধ্যমে যা দেখানো হচ্ছে, তা আগেকার লোক দেখলে তো আঁতকে উঠত । সবকিছু সহ্য হয়ে গেছে তাই যা রক্ষে ।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।