স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের সিনিয়ার সহকারী স্কোয়াড কমান্ডার এএসপি সোয়েব আহমেদ খানের নেতৃত্বে ২৮ নভেম্বর-১৯ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮.টার দিকে বরগুনা জেলার আমতলী থানাধীন আমতলী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ নাসির খান (৩০) কে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ দল।
আটককৃত আসামী- বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ড লোচা গ্রামের আঃ লতিফ খানের ছেলে।
আটককৃত আসামীর বিরুদ্ধে বরগুনা দায়রা জজ আদালতের দায়রা নং ৪০১/১৭, বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
আটককৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।