পটুয়াখালী র্যাব কর্তৃক ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৯ | আপডেট: ১০:২২ অপরাহ্ণ ,৩০ নভেম্বর, ২০১৯
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৯ | আপডেট: ১০:২২ অপরাহ্ণ ,৩০ নভেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের সিনিয়ার সহকারী স্কোয়াড কমান্ডার এএসপি সোয়েব আহমেদ খানের নেতৃত্বে ২৮ নভেম্বর-১৯ বৃহস্পতিবার রাত আনুমানিক ৮.টার দিকে বরগুনা জেলার আমতলী থানাধীন আমতলী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ নাসির খান (৩০) কে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ দল।
আটককৃত আসামী- বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ড লোচা গ্রামের আঃ লতিফ খানের ছেলে।
আটককৃত আসামীর বিরুদ্ধে বরগুনা দায়রা জজ আদালতের দায়রা নং ৪০১/১৭, বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
আটককৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়।