স্টাফ রিপোর্টার।। লে ডিআইজি ও রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশে রাজবাড়ীতে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদের নামে তালিকা লাগানো হয়েছে। জনগণ ও আসামীদের সচেতনতা বৃদ্ধির জন্য ২৪ নভেম্বর-১৯ রোববার দুপুর ১.টার দিকে রাজবাড়ী সদর থানার সামনের দেয়ালে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
এতে, উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত প্রায় ২ হাজার আসামীদের নামের তালিকা প্রিন্ট করে লাগানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সদর থানার ওসি স্বপন মজুমদার। তিনি জানান, জিআইজি ও রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশনায় রাজবাড়ী সদর থানার আওতাধীন ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদের নামের তালিকা প্রিন্ট করে থানার সামনে লাগানো হয়েছে। এর আগে ইউনিয়ন পরিষদ গুলোতেও এসব নামের তালিকা লাগানো হয়েছে। এভাবে জনগণ ও আসামীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে বলে মনে করছেন।
উল্লেখ্য, এর আগে রাজবাড়ী পাংশা থানার আসামীদের নামের তালিকা শহরের বিভিন্নস্থানে টানানো হয়েছে বলে জানাগেছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।