উজ্জ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ী ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল ও ৩০০ পিস ইয়াবাসহ রাজবাড়ী ও গোয়ালন্দ হতে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানাগেছে, ২২ শে নভেম্বর-১৯ শুক্রবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ওমর শরীফের নেতৃত্বে গোয়েন্দা শাখার এসআই মোঃ হাফিজুর রহমান, এএসআই মোঃ মেহেদী হাসান, এএসআই নাজমুল হক সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স রাজবাড়ী সদর থানাধীন বাগমারা গ্রামস্থ সাগর এগ্রো ফুড লিমিটেডের মেইন গেইটের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের উপর চেকপোস্ট ডিউটি করছিলো। সে সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী “সুবর্ন” পরিবহন যাহার রেজিঃ নম্বর-ঢাকা মেট্রো-ব-১১-১৬২১ গাড়িটি গতিরোধ করে তল্লাশীকালে গাড়ীটির (এফ-৩, এফ-৪) সিটে পাশাপাশি বসা একই টিকিট ধারী দুইজন যাত্রীকে সন্দেহজনক ভাবে তাহাদের দুইজনের দুই পায়ের মাঝখানে আলাদা আলাদা ভাবে রাখা অবস্থায় দুইটি সিমেন্টর বস্তার তৈরী প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে কি আছে জিজ্ঞাসা করিলে অসংলগ্ন কথাবার্তা বলায় সন্দেহ হলে তল্লাশি করে ব্যাগের ভিতর ফেন্সিডিলের বোতল পাওয়া গেলে ফোর্সের সহায়তায় আসামী মোঃ তন্ময় শেখ (২২) এবং আসামী মোঃ মজিবুল ইসলাম (২৪) কে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।
অপর অভিযানে, এসআই জাহাঙ্গীর মাতুব্বর ও সঙ্গীয় ফোর্স গোয়ালন্দ উপজেলার জুড়ান মোল্লার পাড়াস্থ পাকা রাস্তার উপর থেকে দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় ফোর্সের সহায়তায় আলামিন শুভ (২৬)কে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। তাহার পিতার নাম সিরাজুল হক।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।