নিজস্ব প্রতিনিধি।। জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। রাজবাড়ী সদরের জৌকুড়া ঘাট মেরামত ও পাবনার নাজিরগঞ্জ ঘাট স্থানান্তরের কাজ চলছে।
রাজবাড়ী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ফেরি চলাচলের সুবিধার্থে উভয় ঘাট মেরামতের জন্য আগমী ২৫ নভেম্বর পর্যন্ত এ রুটের ফেরি চলাচল বন্ধ থাকবে
রাজবাড়ীর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) কে বি এম সাদ্দাম হোসেন ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মার পানি অস্বাভাবিকভাবে কমছে। ফলে নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। সংকট কাটাতে এ নৌরুটের রাজবাড়ীর প্রান্তের জৌকুড়া ঘাটের সংস্কার এবং পাবনার নাজিরগঞ্জ প্রান্তের ঘাট স্থানান্তরে কাজ চলছে। এজন্য সাময়িকভাবে এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছি।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।