সমির কান্তি বিশ্বাস।। লবনের দাম বৃদ্ধি নিয়ে রাজবাড়ীতে সাধারন জনগণসহ সর্বস্তরের মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
গুজবে বিভ্রান্তি না হওয়ার জন্য জনসাধারনেকে অনুরোধ জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। সেই সাথে গুজব রটিয়ে বা অন্য কোনভাবে লবনের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে এ ব্যাপারে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে সতর্ক জারী করেছেন।
এদিকে, ১৯ নভেম্বর-১৯ মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলা তথ্য অফিস জনগণকে সচেতন করতে শহরে মাইকিং করছে এবং কোন ব্যবসায়ী লবনের দাম বেশি নিলে প্রশাসনকে জানানোর জন্য নির্দেশ দিচ্ছেন।
আপরদিকে, জনমনের বিভ্রান্তি দুর করতে রাজবাড়ী বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরীফ উজ জামান, ডিবি পুলিশের ওসি ওমর শরীফ প্রমুখ।
জানাগেছে, দেশের বিভিন্নস্থানের জনগণের মাধ্যমে লবনের বাড়তির দামের খবর জেনে রাজবাড়ীতে সাধারন জনগনসহ সবার মাঝে গুনজনের সৃষ্টি হয়। এ সময় অনেকে স্থানীয় হাট বাজারসহ বিভিন্নস্থানের মুদি দোকান গুলোতে গিয়ে দুই থেকে ৫ কেজি করে লবন ক্রয় করেন, কেউ কেউ ১০ কেজিও ক্রয় করেন এবং ফোনের মাধ্যমে স্বজনদের লবনের বাড়তি দামের খবর জানান। এভাবে প্রচার হতে থাকে লবনের বাড়তি দামের খবর। তবে এখনো রাজবাড়ীতে লবনের দাম স্বাভাবিক রয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন- লবণের কোন সংকট নেই। বাজার মনিটরিং করার জন্য বিশেষ টিম কাজ করছে। গুজবে কান না দেওয়ার জন্যেও তিনি সাধারণ মানুষের প্রতি আহবান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।