জনসচেতনতায় রাস্তায় নেমেছেন রাজবাড়ীর এসপি
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ ,১৯ নভেম্বর, ২০১৯ | আপডেট: ১০:১৪ অপরাহ্ণ ,১৯ নভেম্বর, ২০১৯
ডিএম ফাহিমুর রহমান।। “আইন মেনে চালাব গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ী” এই স্লোগানকে সামনে রেখে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে জনসচেতনতামূলক লিপলেট বিতরণ করেছে রাজবাড়ী জেলা পুলিশ ।
রাস্তায় নেমে রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান নিজেই লিফলেট বিতরণ করেছেন।
১৯ নভেম্বর-১৯ মঙ্গলবার সকাল সাড়ে ১১.টার দিকে জেলা শহরের রেলগেট এলাকা থেকে রাজবাড়ী প্রেসক্লাব পর্যন্ত সড়কে এ লিপলেট বিতরণ করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শেখ শরীফ উজ জামান, জেলা ট্রাফিক ইন্সেপেক্টর আবুল হোসেন, টিআই আসাদুজ্জামান, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ ওমর শরীফ, জেলা ট্রাক মালিক সমিতির সহ-সম্পাদক দিদারুল হক হিরু প্রমূখ।
সে সময় মোটর সাইকেল চালক ও সাধারন জনগণ নতুন সড়ক পরিবহন আইন ভালো হলেও কিছু অসাধু ব্যাক্তির কারণে তা বাস্তবায়ন হয় না।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন- আইন প্রয়োগের চেয়ে বড় বিষয় হচ্ছে, যানমালের ক্ষয়ক্ষতি কমানো। চালকরা আইন মেনে চললে আইন প্রয়োগের প্রয়োজন হবে না। জানমালের ক্ষয়ক্ষতি কমানো উদ্দেশ্যে নতুন আইন করা হয়েছে। আইন মেনে চলার জন্য সবাইকে সচেতন করার চেষ্টা করছেন। সড়কে প্রতিটি চালক আইন মেনে ঠিকমত গাড়ী চালাবে এটাই প্রত্যাশা করেন।