আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সুলতানপুর ইউপি চেয়ারম্যানের সুনাম ক্ষুন্ন করতে চলছে ষড়যন্ত্র


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ ,১৯ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৪১ অপরাহ্ণ ,১৯ নভেম্বর, ২০১৯
সুলতানপুর ইউপি চেয়ারম্যানের সুনাম ক্ষুন্ন করতে চলছে ষড়যন্ত্র

মোঃ আলমাস আলী॥ রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৮নং ইউনিটের মেম্বর ইকবাল হোসনের কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মিয়াসহ এলাকার জনগন। বিরোধপূর্ণ একটি কালভার্টের পিআইসি না করার ঘটনা নিয়ে সরকারী নিয়ম-নীতিকে পাশ কাটিয়ে সংবাদ পত্রে বানোয়াট সংবাদ ছাপিয়ে মিথ্যাচার করছেন। একই সঙ্গে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি ব্যক্তিত্বদের বিতর্কিত করতে ষড়যন্ত্রে করছেন। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না বলে এলাকার সচেতন মহল মনে করেন। একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মিয়ার সুনাম ক্ষুন্নের অপচেষ্টা চালানো হচ্ছে বলে এলাকাবাসী দাবী করেন।

গত ১২ নভেম্বর-১৯ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরোধপূর্ন কালভার্টের স্থলে চেয়ারম্যান নিজের অথার্য়নে ব্রীজ নির্মাণ করেছেন। ব্রীজটির ২ পাশে  এ্যাপোস সড়কের মাটি ভরাট বাদে ব্রীজের সকল নির্মাণ কাজ সম্পূর্ন করা হয়েছে।

এ ব্যাপারে ব্রীজ সংলগ্ন বসতি, জাহাঙ্গীর হোসেন,জালাল খান,জবেদ,ইয়াকুবসহ সাবেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে বলেন- চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মিয়ার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত পিটিশন দিয়ে হয়রানি মূলক অভিযোগ দায়ের করেছেন ইকবাল মেম্বর। শুধু অভিযোগ করেই ক্ষান্ত হয়নি তার বিরুদ্ধে নামসর্বস্ব পত্রিকায় মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করানো হয়েছে। সুলতানপুরের কতিপয় টাউট নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের মদত দেয়ারও অভিযোগ উঠেছে। চেয়ারম্যান রাজ্জাক মিয়া তার দায়ীত্বের উপর আবিচল আস্থা রেখে কর্মময় সময়টুকু পার করছেন। ঘুষ আর দূর্নীতিকে তিনি আজীবন ঘৃণার চোখে দেখেন। তার কর্মে সুলতানপুর ইউনিয়নবাসী সন্তষ্ট ও আস্থা ভাজন।

সম্প্রতি, ন্যায় বিচারের স্বার্থে  একটি দরখাস্তে স্বাক্ষর করাকে কেন্দ্র করে কতিপয় নেতা রাজ্জাক চেয়ারম্যানের বিরুদ্ধে ডাহা মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত  হয়েছে। ঐ চক্রটি তার বিরুদ্ধে দূর্নীতিসহ হরেক কিসেমের মিথ্যা তথ্য সাংবাদিককের নিকট সরবরাহ করছে। যার লেশমাত্র সত্যতা বা ভিত্তী নেই।

ঘটনার অনুসন্ধানে জানা যায়,কতিপয় কথিত নেতার মদত পেয়ে একটি মহল গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ এখন থেকেই লম্ফঝম্ফ শুরু করেছেন। তারা তাদের মিশনকে সামনে রেখেই চেয়ারম্যানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা কর্তৃপক্ষ বরাবর মিথ্যা অভিযোগ দায়ের করে লাভবান হতে না পেরে শেষ পর্যন্ত তথ্য সন্ত্রাস ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারই চুড়ান্ত রূপ “দৈনিক খবর বাংলাদেশ” পত্রিকার রির্পোট বলে ধরনা করা হচ্ছে। রাজ্জাক চেয়ারম্যানকে হয়রানী করার মানষে গত ১২/১১/১৯ইং তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক “খবর বাংলাদেশ” পত্রিকায় “রাজবাড়ীর সুলতানপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছে” শিরোনামে একটি খবর প্রকাশ হয়। ঐ রির্পোটটিতে চেয়ারম্যান রাজ্জাক মিয়াকে দায়ী করা হয়।

রাজ্জাক চেয়ারম্যান সংবাদটির প্রসঙ্গ টেনে বলেন,প্রকাশিত সংবাদটি আদৌ সঠিক নয়। প্রকল্পটির পিআইসি সংরক্ষন আসনের মহিলা মেম্বর রেহেনা বেগম বলে তিনি দাবী করেন।  ষড়যন্ত্রকারীদের ভীত্তিহীন মিথ্যা তথ্যের ফলে যে সংবাদটি প্রকাশিত হয়েছে আমি তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Comments

comments