আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ১০৬৫ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ ,১৮ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৮:৩৮ অপরাহ্ণ ,১৯ নভেম্বর, ২০১৯
রাজবাড়ীতে ১০৬৫ জন কৃষকের মাঝে সার ও বীজ  বিতরণ

সমির কান্তি বিশ্বাস।। ২০১৯ -২০ সালের অর্থ বছরে কৃষি প্রনোদনার আওতায় রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শরিষা গম, ভুট্টা, পেঁয়াজ, শীতকালীন মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
১৮ নভেম্বর-১৯ সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের মাঠে এই বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে অন্ষ্ঠুানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন-রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারাম্যান এ্যাড.ইমদাদুল হক বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউট রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান,উপজেলা কৃষি অফিসার জনাব বাহাউদ্দিন সেক প্রমূখ।

পরে, ১ হাজার ৬৫ জন কৃষকের মাঝে ২ কেজি শরিষা ও ২ কেজি ভুট্টা বীজ ও ৩০ কেজি করে সার বিতরন করা হয়। পর্যায়ক্রমে জেলার ৯ হাজার কৃষকের মাঝে শরিষা- গম, ভুট্টা, পেঁয়াজ ও শীতকালীন মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে।

Comments

comments