আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বঙ্গবন্ধু স্যাটালাইট-১’ উৎক্ষেপণের পর উন্নত হবে যোগাযোগ, সুবিধা পাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ ,২৯ এপ্রিল, ২০১৮ | আপডেট: ৯:৩১ অপরাহ্ণ ,২৯ এপ্রিল, ২০১৮
‘বঙ্গবন্ধু স্যাটালাইট-১’ উৎক্ষেপণের পর উন্নত হবে যোগাযোগ, সুবিধা পাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষ

বিশেষ প্রতিনিধি ।। মহাকাশে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ করা হবে আগামী ডিসেম্বরে । ২৯শে এপ্রিল-১৮ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম । তবে বিষয়টি আবহাওয়ার ওপর নির্ভর করছে ।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, আবহাওয়া যদি অনুকূলে না থাকে, তাহলে সেটা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেও উৎক্ষেপণ করা হতে পারে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উৎক্ষেপণ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন । যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এটি উৎক্ষেপণ করা হবে । যুক্তরাষ্ট্র থেকে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপিত হলেও এর সব কাজ পরিচালিত হবে দেশ থেকে ।
তিনি আরো জানান, এই স্যাটেলাইটটি তৈরি হচ্ছে ফ্রান্সে, ইতিমধ্যে এটি তৈরি হয়ে গেছে । এখন এর পরীক্ষা-নিরীক্ষা চলছে । কাজ পিছিয়ে নেই । সবকিছু সময়মতো হচ্ছে ।
এটি দেশের প্রথম স্যাটেলাইট, সফলভাবে এই উপগ্রহ মহাকাশে গেলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ । মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে । এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে । তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই স্যাটেলাইট দিয়ে সেবা দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে ।


এর আগে, মহাকাশ বিজ্ঞানী আব্দুল মোসাব্বের চৌধুরী জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন হলে আমাদের যোগাযোগ আরও উন্নত হবে । প্রত্যন্ত অঞ্চলের মানুষও সেই সুবিধা ভোগ করতে পারবে । সরকার আশা করছে, এ উপগ্রহ উৎক্ষেপণের পর বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বাংলাদেশের ।
রাশিয়ার কাছ থেকে ১৫ বছরের জন্য কেনা কক্ষপথটির দাম পড়েছে প্রায় ২২০ কোটি টাকা । গণভবন থেকে সুইচ চেপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকবেন তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের কাছ থেকে কেনা হলেও এটি পরিচালিত হবে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে । এর জন্য মহাকাশ গবেষণা কেন্দ্রের একটি প্রতিনিধি দলকে প্রশিক্ষিত করে প্রস্তুত করা হয়েছে । তবে মুল তত্বাবধানে প্রথম তিন বছর সহায়তা করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট বিক্রেতা প্রতিষ্ঠানটি ।
তবে সবকিছু নিয়ে এখন পুরো প্রস্তুত গাজীপুরের বঙ্গবন্ধু স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ।
উল্লেখ্য, এই ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পে’র মেয়াদকাল, ২০১৪ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০জুন । তবে এর প্রস্তাব আসে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ।

Comments

comments