আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৯৮ বোতল ফেনসিডিলসহ আটক-১ ও ১২কেজি গাঁজা উদ্ধার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ ,১২ নভেম্বর, ২০১৯ | আপডেট: ১০:৪৩ অপরাহ্ণ ,১২ নভেম্বর, ২০১৯
৯৮ বোতল ফেনসিডিলসহ আটক-১ ও ১২কেজি গাঁজা উদ্ধার

উজ্জ্বল চক্রবর্ত্তৗ।। দৌলতদিয়া ঘাট রেল ষ্টেশন থেকে পতিতাপল্লীতে ঢোকার সময়  ৯৮ বোতল ফেনসিডিলসহ নজরুল ইসলাম (৪৮)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ। এর আগে গত সোমবার রাজবাড়ী রেল ষ্টেশন থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে তারা।

ফেনসিডিল উদ্ধারের ঘটনায় আটক নজরুল ইসলাম- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি আকবর হোসেন জানান, ১২ নভেম্বর-১৯ মঙ্গলবার দুপুরে মেইল ট্রেন খুলনা থেকে ছেড়ে এসে দৌলতদিয়া ঘাট ষ্টেশনে পৌছায়। ট্রেন থেকে যাত্রী নজরুল ইসলাম নেমে দৌলতদিয়া পতিতা পল্লীর দিকে অগ্রসর হতে থাকে। এসময় রেলওয়ে পুলিশ সদস্যরা তার হাতে থাকা ব্যাগে সন্দেহ বশত তল্লাশী চালিয়ে তার ব্যাগ থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করার পাশাপাশি তাকে গ্রেপ্তার করা হয়। অপর দিকে, গত সোমবার বিকালে রাজবাড়ী রেলষ্টেশনে আসা মুধুমতি ট্রেন আসে। এ সময় রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পরিত্যাক্ত অবস্থায় ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে গ্রেপ্তার হয়নি।

Comments

comments