আজ : শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর র‌্যাব কতৃক ৯৮২বোতল ফেনসিডিলসহ আটক-২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ ,১২ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৫৯ অপরাহ্ণ ,১২ নভেম্বর, ২০১৯
ফরিদপুর র‌্যাব কতৃক ৯৮২বোতল ফেনসিডিলসহ আটক-২

স্টাফ রিপোর্টার।।  বাস থেকে নামানোকালিন ৯৮২ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। এ সময়, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩ টি সিম কার্ডসহ ৩টি মোবাইল ফোন এবং নগদ ২,০০০/- টাকা জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে, ১২ নভেম্বর-১৯ সকাল ১০.টার দিকে ফরিদপুর জেলার ভাংগা উপজেলার ভাংগা ভাংগা গোল চত্বরের বাসস্ট্যান্ডে সুন্দরবন ক্লাসিক প্রাইভেট লিমিটেড নামক একটি বাস থেকে মালামাল নামানোকালিন তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার বেড়ার বাজার গ্রামের মোঃ রফিকের তালাকপ্রাপ্ত স্ত্রী ও মোঃ মান্নান মোল্লার মেয়ে মোছাঃ খাদিজা বেগম (৪০) এবং টুঙ্গীপাড়া উপজেলার বাসবাড়িয়া গ্রামের মোঃ জাফর শেখের ছেলে মোঃ তরিকুল শেখ (২১)।

এ বিষয়ে, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর  কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে জানান- র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর-বেনাপোল, ও সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে আগত অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ভাংগা-মাওয়া রুট ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকটে পাইকারী বিক্রয় করে থাকে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ১২/১১/২০১৯ইং তারিখ ভোরে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ী চক্র ভাংগা হয়ে একটি ফেন্সিডিলের চালান বিক্রয়ের জন্য নিয়ে যাবে। এ প্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১২/১১/২০১৯ইং তারিখ ভোর হতেই ফরিদপুর জেলার ভাংগা থানাধীন ভাংগা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করে। একপর্যায়ে  র‌্যাবের আভিযানিক দল উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবে উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি তাদের হেফাজতে থাকা ৫টি প্লাস্টিকের বস্তা ফেলে কৌশলে পালানোর চেস্টা করে। পলানোর চেস্টাকালে উক্ত দুই ব্যক্তিকে আটক করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের হেফাজতে থাকা বস্তাগুলো তল্লাশী করে বস্তার ভেতর থেকে ৯৮২ (নয়শত বিরাশি) বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয় ও তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Comments

comments