আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে নারীর সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধিকল্পে আলোচনা সভা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ ,১২ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৯:২৩ অপরাহ্ণ ,১২ নভেম্বর, ২০১৯
সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে নারীর সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধিকল্পে আলোচনা সভা

সমির কান্তি বিশ্বাস।। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের কর্মপরিকল্পনায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক  কার্যালয়ের আয়োজনে (Strengthening the Capacity of Women Officials to Prevent Redicalization and Violent Extremism)সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে নারীর সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধিকল্পে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর-১৯ মঙ্গলবার সাল ১১.টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরে কর্মরত নারী কর্মকর্তা ও নারী সংগঠনের সদস্যদের সমন্বয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের উপসচিব মল্লিকা খাতুন।

এছাড়াও, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌসসহ জেলার বিভিন্ন নারী কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Comments

comments