রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ ,১১ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৭:৩১ অপরাহ্ণ ,১২ নভেম্বর, ২০১৯
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ ,১১ নভেম্বর, ২০১৯ | আপডেট: ৭:৩১ অপরাহ্ণ ,১২ নভেম্বর, ২০১৯
উজ্জ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসনের আয়োজনে ১১ নভেম্বর-১৯ সোমবার সকাল সাড়ে ১০.টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোঃ আবদুল হান্নান, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানে এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাঈদুজ্জামান খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, প্রমূখ বক্তৃতা করেন।
এ সভায় সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, রাজনৈতিক ও শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।