আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে স্বামীর অমানুষিক নির্যাতনে বাকপ্রতিবন্ধী গৃহবধু হাসপাতালে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ ,৯ নভেম্বর, ২০১৯ | আপডেট: ১০:৫৭ অপরাহ্ণ ,৯ নভেম্বর, ২০১৯
রাজবাড়ীতে স্বামীর অমানুষিক নির্যাতনে বাকপ্রতিবন্ধী গৃহবধু হাসপাতালে

উজ্জ্বল চক্রবর্ত্তী।। মেছোঘাটার লিটন শেখ তার স্ত্রী বাক প্রতিবন্ধী সাজেদা বেগমকে নির্মম ভাবে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাজেদা বেগম বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন।

৮ নভেম্বর-১৯ শুক্রবার দুপুরে গিয়ে দেখা যায়- সদর হাসপাতালের দ্বিতীয় তলার পেইন বেডে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে বাক প্রতিবন্ধী গৃহবধু সাজেদা বেগম।

গৃহবধু সাজেদা বেগম হলো- রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের মোছোঘাটা এলাকার দুলাল শেখের ছেলে লিটন শেখের স্ত্রী।
ইশারায় গৃহবধু সাদেজা বেগম বুঝানোর চেষ্টা করেন, তার স্বামী প্রায়ই তাকে মারপিট করাসহ বিভিন্ন ভাবে নির্যাতন করেন। অনেক রাতে বাসায় ফেরেন তখন চোখ লাল থাকে।এবার তার পিঠে, হাতে, ঘাড়ে, পায়ের উড়ুসহ বিভিন্নস্থানে লাঠি দিয়ে আঘাত করেছেন। সেসব স্থানে প্রচন্ড্র যন্ত্রণা করছেন। যে কারণে ভাল ভাবে শুতে ও বসতে পারছেন না। এক পর্যায়ে আবেক আপ্লুত হয়ে বুঝাতে চান তিনি যে প্রতিবন্ধী ভাতা হিসেবে মাসে পাওয়া ২ হাজার ১শত টাকা পান, সে টাকাও তার স্বামী নিয়ে যায়। দুইটি সন্তান রয়েছে তার।

তার বড় বোন ছাহেলা বেগম জানান, বিয়ের পর থেকে বিভিন্ন সময় তার বোনকে কারণে অকারণে মারধোর করে আসছে তার স্বামী লিটন। কয়েকদিন আগে তার বোনকে মারধোর করলে বিনোদপুরের ভাইয়ের বাড়ীতে চলে আসে। মারধোরের কারণে গতকাল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেন। তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তার ভাই রাজ্জাক জানান, প্রায় ১০ থেকে ১১ বছর আগে তার বাক প্রতিবন্ধী বোনকে বিয়ে দেন লিটন মোল্লার সাথে। বিয়ের পর থেকে টাকার জন্য তার বোনকে নির্যাতন করা শুরু করে তার স্বামী। এ নিয়ে বহু বার মিমাংসার জন্য বসা হয়েছে, কিন্তু লিটন কোন কিছুই শোনে না। এর মধ্যে সে বিদেশে গিয়ে ফেরত আসে। বিভিন্ন সময়ে টাকার দাবী করে নির্যাতন করতে থাকে তার বোবা বোনের ওপর। নির্যাতনের শিকার হয়ে এখন সে হাসপাতালে ভর্তি। এছাড়া লিটন মাদকের সাথেও জরিত আছে। এখন যে অবস্থা তাতে একটা সিদ্ধান্তে আসতে হবে। তাই পরিবারে সবার সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে, অভিযুক্ত (স্বামী) লিটন শেখকে মুঠোফনে বার বার কল করা হলে তিনি ফোন কেঁটে দেন।একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক মনি মন্ডল জানান, বাক প্রতিবন্ধী সাজেদা বেগমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

Comments

comments