সোহাগ মিয়া-গোয়ালন্দ সংবাদদাতা।। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ব্যস্ততম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৯ নভেম্বর-১৯ শনিবার সারাদিন স্বাভাবিক চলাচল করলেও বেলা ৩.টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানাগেছে।
এ বিষয়ে, বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়ার পরিবহন পরিদর্শক আফতাব হোসেন জানান, হালকা গুড়িগুড়ি বৃষ্টি থাকলেও নদী বেশ শান্ত থাকায় স্বাভাবিক চলাচল ছিল সারাদিন। তারপরও ঝুঁকি এড়াতে বেলা ৩.টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
অপরদিকে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৯ নভেম্বর-১৯ শনিবার দুপুরে ইউএনও রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সরেজমিন গিয়ে দৌলতদিয়ায় নদী ভাঙনে গৃহহারা কয়েকটি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ঘাটে লঞ্চগুলো বন্ধ রাখা হয়েছে। তবে, যাত্রীবাহি বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন লোড নিয়ে ফেরি চলাচল করতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জনতার মেইলকে জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এখনো পর্যন্ত ঘুর্ণিঝড়ের প্রভাব পড়েনি। ফলে ফেরি চলাচল স্বাভাবিক আছে ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বাতাসের গতিবেগ ও পরিস্থিতি বুঝে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।