আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-১৮ পালিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ ,২৮ এপ্রিল, ২০১৮ | আপডেট: ৭:০৩ অপরাহ্ণ ,২৮ এপ্রিল, ২০১৮
রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-১৮ পালিত

রাজবাড়ী প্রতিনিধি ।। “উন্নয়ন আর আইনের শাসনের এগিয়ে চলছে দেশ- লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৮ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি ।
দিবসটি উপলক্ষে, ২৮শে এপ্রিল শনিবার সকালে রাজবাড়ী জেলা জজ আদালত প্রাঙ্গন হতে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় বের হওয়া স্থানে এসে শেষ হয় ও আলোচনাসভায় মিলিত হয় ।
উক্ত আলোচনা সভায়, রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল হক এর সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, প্রাথমিক গন শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব রামচন্দ্র দাস, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা, রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল জজ শারমীন নিগারা, সিভিল সার্জন রহিম ককস্, রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.এমএ খালেক, সদস্য এ্যাড.গণেশ নারায়ন চৌধুরী, এ্যাড.শফিকুল আজম মামুন প্রমূখ ।
লিগ্যাল এইডের আলোচনাসভায় উপস্থাপনা করেন, রাজবাড়ী জেলা লিগ্যাল এইডের অফিসার ও পাংশা পাংশা কোর্টের সহকারী জজ ইশরাত জাহান ।


প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি বলেন, আইনের আশ্রয়লাভ এবং ন্যায়বিচার পাওয়া দেশের প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে দরিদ্র জনগণের পক্ষে অনেক সময় ব্যায় বহন করা সম্ভব হয়না । আবার আইন সম্পর্কে সার্বিক ধারণা না থাকাও ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ।
‘আমি আশা করি, আইনি সেবা জনগণের কাছে পৌঁছে দিয়ে সুশাসন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বার কাউন্সিল, বারেএ্যাসোসিয়েশন, বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখবে । সেকারনে মানবাধিকার সংরক্ষণে আইনের শাসন সুাসশ্চিত করতে সরকারের পাশাপাশি যার যার জায়গা থেকে কার্যকর ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের সুশাসন নিশ্চিত হয় । এই আইনের সুশাসন নিশ্চিত রাখতে সামনের নির্বাচনে আবারো নৌকায় ভোট দিতে অনুরোধ করেন । বক্তৃতা শেষে তিনি একটি গান গেয়ে ওঠেন, গানটি হলো-   মানুষ মানুষের জন্যে-জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি-মানুষ পেতে পারেনা. । ওবন্ধু.., মানুষ মানুষের জন্যে… ।
মানুষ যদি সে না হয় মানুষ-দানব কখনও হয়না মানুষ, দানব কখনও হয় মানুষ -লজ্জা কি তুমি পাবে না ! ওবন্ধু,…

এর আগে, রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল হক তার শুভেচ্ছা বক্তব্যে অনেক কথার মধ্যে তিনি বলেন, জাতীয় আইনগত সহায়তা দিবস । আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং আর্থ-সামাজিক কারণে অসমর্থ বিচার প্রার্থীদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করে তুলতে দেশে পঞ্চমবারের মতো পালিত হচ্ছে এই দিবস । দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে-‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’।

Comments

comments