স্টাফ রিপোর্টার।। মুন্সীগঞ্জে অটো ও সিএনজি চালকদের সড়কে নিরাপদে গাড়ি চালানোর সচেতনতা মূলক ব্রীফিং দেন টিআই প্রশাসন মৃদুল রঞ্জন দাস।
৩রা নভেম্বর-১৯ রবিবার বেলা ১২.টায় মুন্সীগঞ্জ ট্রাফিক অফিসে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ সচেনতামূলক পরামর্শ প্রদান করা হয়েছে। এ সময় টিআই সোহরাব হোসেন সহ ট্রাফিক পুলিশের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টিআই মৃদুল রঞ্জন দাস বলেন, দুর্ঘটনা এড়াতে ৪০ জন অটো ও সিএনজি চালককে সড়কে নিরাপদ গাড়ি চালানোর লক্ষ্যে পরামর্শ প্রদান করা হয়। আমাদের এই কর্মসূচি নিয়মিত অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।