বালিয়াকান্দি সংবাদদাতা।। যৌতুকের দাবীতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মামলায় শ্বশুড়, শাশুড়ী ও ননদকে গ্রেফতার ক বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বালিয়াকান্দি থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের আকরাম হোসেনের স্ত্রী গৃহবধু শারমিন খাতুন (১৭) গত ৯ অক্টোবর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকায় জানাজানি হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হলে পুলিশ লাশ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নিরুপনের লক্ষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
এদিকে, যৌতুকের দাবীতে বিয়ের পর থেকেই শারমিনকে তার স্বামী, শ্বশুড়, শাশুড়ী, ননদ মিলে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করতো। শ্বাসরোধ করে হত্যা ও সহায়তা করে আত্মহত্যা বলে প্রচার করে শারমিনের শ্বশুড় বাড়ীর লোকজন। এ অভিযোগে গত ২০ অক্টোবর রাজবাড়ী আদালতে বালিয়াকান্দি গ্রামের মকবুল শেখের ছেলে শারমিনের পিতা মোহাম্মদ আলী শেখ বাদী হয়ে শারমিনের স্বামী আকরাম, শ্বশুড় আলী আজ্জান, শাশুড়ী জুলেখা বেগম ও ননদ আছিয়া ওরফে আখি ওরফে সুরভিকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলাটি আদালতের নির্দেশে বালিয়াকান্দি থানায় বৃহস্পতিবার রাতে রেকর্ড করা হয়। মামলা রেকর্ডের পর বৃহস্পতিবার সকালেই শ্বশুড় আলী আজ্জান, শাশুড়ী জুলেখা বেগম ও ননদ আছিয়া ওরফে আখি ওরফে সুরভিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদেরকে দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।