মাদারীপুরে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ ,২৯ অক্টোবর, ২০১৯ | আপডেট: ১:৪০ পূর্বাহ্ণ ,৩১ অক্টোবর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। ১৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ ইসলাম তালুকদার (৩০) কে আটক করেছে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে ২৯ অক্টোবর-১৯ মঙ্গলবার বিকেল ৫.টার দিকে মাদারীপুর জেলার সদর থানাধীন পূর্ব আমিরাবাদ গ্রামস্থ বাদামতলা সিনেমা হল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি- মাদারীপুর জেলা সদরের মহিষের চর গ্রামের মোঃ হালান তালুকদাওেরর ছেলে।
সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।