স্টাফ রিপোর্টার।। ২টি চোরাই মোটর সাইকেলসহ আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের মূল হোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-৮।
আটককৃতরা হলো- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার কইজুরি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আজিজুল মন্ডল (৩২), তার প্রধান দুই সহযোগী ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার আকাইন গ্রামের মোঃ আফজাল খানের ছেলে মোঃ রুবেল খান (২৮) ও একই জেলা উপজেলার হারোকান্দি গ্রামের মোঃ ইব্রাহীম শেখের ছেলে মোঃ রুবেল শেখ (২৮)।
এ বিষয়ে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জনতার মেইলকে বিস্তারিত জানান যে- র্যাব-৮,ফরিদপুর ক্যাম্পে অনেক ভুক্তভোগী মোটর সাইকেল, ইজিবাইক চুরি সম্পর্কিত বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে মোটর সাইকেল ও ইজিবাইক চোর চক্রের সন্ধানে নামে র্যাব-৮। এর মধ্যে ঢাকা জেলার ধামরাই থানার চোরাই মোটর সাইকেল সম্পর্কিত একটি মামলার ছায়াতদন্তে শুরু করে র্যাব-৮,ফরিদপুর ক্যাম্প।
দীর্ঘ তদন্তের পর ঐ মামলার সূত্র ধরে ২৬/১০/১৯ইং তারিখ গভীর রাতে ফরিদপুর শহরে কোতয়ালী থানার কইজুরি গ্রামে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার কইজুরি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আজিজুল মন্ডল (৩২) কে ১টি চোরাই মোটর সাইকেল সহ গ্রেফতার করে র্যাব-৮,সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। এরপর জিজ্ঞাসাবাদে সে জানায় তারা সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ধামরাই থানার একটি মোটর সাইকেল শোরুম থেকে কৌশলে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি করে ফরিদপুর শহরে এনে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করেছে। তাছাড়া ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, গোপালগঞ্জ সহ আশে পাশের বিভিন্ন জেলা থেকে মোটর সাইকেল চুরি ও ছিনতাই করে ঢাকার বিভিন্ন এলাকায় কমদামে বিক্রি করে।
তার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাত্রেই তার প্রধান দুই সহযোগী ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার আকাইন গ্রামের মোঃ আফজাল খানের ছেলে মোঃ রুবেল খান (২৮) ও একই জেলা উপজেলার হারোকান্দি গ্রামের মোঃ ইব্রাহীম শেখের ছেলে মোঃ রুবেল শেখ (২৮) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। সর্বমোট ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তার অন্যান্য সহযোগী ও চোরাই মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
আসামীরা ধামরাই থানার একটি মামলার আসামী হওয়ায় রাত্রেই তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।