আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর র‌্যাব কর্তৃক গোয়ালন্দ মোড় হতে ১৮৪ পিস ইয়াবাসহ আটক-১


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ ,২১ অক্টোবর, ২০১৯ | আপডেট: ১০:১৮ অপরাহ্ণ ,২১ অক্টোবর, ২০১৯
ফরিদপুর র‌্যাব কর্তৃক গোয়ালন্দ মোড় হতে ১৮৪ পিস ইয়াবাসহ আটক-১

স্টাফ রিপোর্টার।। ১৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায় মোঃ আনোয়ারুল ইসলাম (৪১)কে আটক করেছে ফরিদপুর র‌্যাব। এসময় মাদক বিক্রিত ৮০০/- টাকা ও ৪ টি সিমকার্ডসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

২১ অক্টোবর-১৯ সোমবার বিকেলে ৪.টার দিকে রাজবাড়ী জেলার সদর উপজেলার আললাহদিপুর গ্রাম এলাকার গোয়ালন্দ মোড় সংলগ্ন জনৈক মোঃ রশিদ মন্ডলের দোকানের সামনে হতে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি- যশোর জেলার মনিরামপুর উপজেলার রূপষপুর গ্রামের মোঃ এরশাদ আলী মোড়লের ছেলে।

এ বিষয়ে, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জনতার মেইলকে জানান- আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, রাজবাড়ী জেলার সদর থানাধীন আললাহদিপুর গ্রামস্থ গোয়ালন্দ মোড় এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আজ গোয়ালন্দ মোড় এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইায়াবা ট্যাবলেটের একটা চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮৪ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ী জেলার সদর থানায় হস্তান্ত করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটা মামলা প্রক্রিয়াধীন আছে।

Comments

comments