মাদারীপুরে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ ,৭ অক্টোবর, ২০১৯ | আপডেট: ২:১৩ অপরাহ্ণ ,৭ অক্টোবর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে- ৬ অক্টোবর-১৯ রোববার রাত সারে ৯.টার দিকে মাদারীপুর জেলার সদর থানাধীন গোলাবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে ৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিয়াজ হাওলাদার (৩৬)কে হাতেনাতে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃত ব্যাক্তি, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর আলিমাবাদ গ্রামের হাসান হাওলাদারের ছেলে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।
তার আগে একইদিন– বিকাল সারে ৫.টার দিকে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাধীন কুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ হালান চৌধুরী (৪০)কে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি, মাদারীপু জেলার রাজৈর উপজেলার উত্তর আড়াইপাড়া গ্রামের মৃতঃ মহিউদ্দিন চৌধুরীর ছেলে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।