কবির হোসেন।। বাসি গ্রীল ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরীকৃত খাবার পরিবেশনের দায়ে রাজবাড়ী ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযানে ৬ই অক্টোবর দুপুরে রাজবাড়ী শহরের ‘মা’ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।
ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহ-পরিচালক শরিফুল ইসলাম জানান বাজার মনিটরিং এর সময় মা হোটেল এণ্ড রেস্টুরেন্ট কে ভোক্তা সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ২০ হাজার টাকা জড়িমানা করা সহ সতর্ক করা হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগের দিন ২৫ পিস গ্রীল বানানো হয়েছিলো,চার পিস বিক্রি না হওয়ায় ফ্রিজে রেখে দেওয়া হয়েছিলো।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।