আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দোকান থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ ,৬ অক্টোবর, ২০১৯ | আপডেট: ২:০৫ অপরাহ্ণ ,৭ অক্টোবর, ২০১৯
দোকান থেকে ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

সোহাগ মিয়া-গোয়ালন্দ সংবাদদাতা।। রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ডে দিন-দুপুরে মুদি দোকান ও বিকাশের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাম জাহিদ খান (৩৫)নামের এক যুবককে অজ্ঞাত দুই ব্যক্তি তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সে গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়ার ওসমান খানের ছেলে। চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তার পরিবার।
প্রত্যক্ষদর্শী সাদ্দাম শেখ নামের এক যুবক জানান,রবিবার বেলা সাড়ে ১১.টার দিকে তিনি গোয়ালন্দ বাসস্ট্যান্ডে জাহিদ খানের দোকানে আসেন কয়েকটি জিনিস কিনতে ও বিকাশে টাকা লোড দিতে। এ সময় সেখানে অজ্ঞাত পরিচয়ধারী দু’জন ব্যক্তি সেখানে এসে জাহিদের সাথে গোপন কথা আছে বলে আমাকে সরিয়ে দেয়। আমি দুর থেকে খেয়াল করি তারা কিছুক্ষণ জাহিদের বিকাশ লেন-দেনের খাতাপত্র হাতাহাতি করছেন। এরপর ওই দুজন লোক জাহিদকে দোকান থেকে নামতে বললে সে নেমে দোকান আটকিয়ে তাদের সাথে হাটতে শুরু করে। পরে জানলাম ওই লোক দুটি পাশের ব্র্যাক অফিসের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস রেখেছিলেন। ওই গাড়ীতেই তারা জাহিদকে তুলে গেছে।

জাহিদের পাশ্ববর্তী ব্যবসায়ী রেজাউল খান, মাসুদ চৌধুরী ও স্থানীয় শিশু সামিয়া জাহান জানায়, তারা জাহিদকে নিয়ে যেতে দেখেছেন। কিন্তু তাদের আচরণে কিংবা জাহিদের মধ্যে তেমন কোন প্রতিক্রিয়া না দেখে খারাপ কিছু ভাবতে পারেননি। কিন্তু এখন ওকে নিয়ে খুবই দুঃচিন্তা হচ্ছে।

জাহিদের ভাই সাইদ খান বলেন, তার ভাই মুদি দোকানের পাশাপাশি বিকাশের ব্যবসা করেন। তার বিকাশ ফোনে সব সময়ই এক দেড় লাখ টাকা ক্যাশ থাকে। টাকার লোভে কোন দুর্বৃত্ত চক্র কৌশলে তাকে অপহরণ করলো কিনা তা নিয়ে আমাদের খুব ভয় হচ্ছে। ওর ফোনে অনেক বার রিং করেছি। কিন্তু কেউ রিসিভ করছে না। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করেছি।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

Comments

comments