আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চলমান অভিযানে ভূমিদস্যু ও দখলবাজরাও রেহায় পাবে না- সেতুমন্ত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ ,৩ অক্টোবর, ২০১৯ | আপডেট: ১১:১৪ পূর্বাহ্ণ ,৫ অক্টোবর, ২০১৯
চলমান অভিযানে ভূমিদস্যু ও দখলবাজরাও রেহায় পাবে না- সেতুমন্ত্রী

বিশেষ প্রতিনিধি।। ভূমিদস্যু ও দখলবাজরাও চলমান অভিযান থেকে রেহায় পাবে না। রোববার কক্সবাজার জেলা প্রশাসক কর্যালয়ের শহীদ এটিএম জাফর আলম মিলনায়তনে সুধীবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘যত বড় নেতা ও প্রভাবশালী হোক না কেন চলমান অভিযান থেকে কেউ বাদ যাবে না। ভূমিদস্যু ও দখলবাজদেরও রেহায় দেয়া হবে না।’

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা ভিভিন্ন কায়দায় ভালো কথা বলার চেষ্টা করেন। কিন্তু তারা তাদের নিজেদের চেহারা আয়নায় দেখেননি। পাঁচবার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। তাদের এই দুর্নীতির রেকর্ড আগামীতে কেউ ভাঙতে পারবে না।

‘হাওয়া ভবন বিএনপির দুর্নীতির ঘাঁটি ছিল। ছোট নেতা থেকে বড় নেতা সবাই দুর্নীতিগ্রস্থ। কিন্তু তখন তারা দুর্নীতি প্রতিরোধে কোনো ব্যবস্থা নেননি। তাদের নিজেদের এত গন্ধ আর তারা ন্যায় নীতির কথা বলেন। এ যেন ভুতের মুখে রাম নাম,’ বলেন সেতুমন্ত্রী কাদের।

সরকারি আমলাদের উদ্দেশে সতর্ক করে বলেন তিনি- আওয়ামী লীগের কাছে ভালো হওয়ার জন্য অনেকেই নিজেদের আওয়ামী লীগ নেতা মনে করবেন। দুর্নীতি না করে নিজেদের কাজ সততার সাথে করলেই এই সরকারের প্রিয় হওয়া যাবে। ‘আওয়ামী লীগের নাম ব্যবহার করে অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না,’

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, পংকজ নাথ এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার,পুলিশ সুপার মাসুদ হোসেন প্রমুখ। ইউএনবি।

Comments

comments