আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ১ সন্ত্রাসীকে আটক করলো ফরিদপুর র‌্যাব


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ ,২ অক্টোবর, ২০১৯ | আপডেট: ১০:৫৯ অপরাহ্ণ ,২ অক্টোবর, ২০১৯
অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ১ সন্ত্রাসীকে আটক করলো ফরিদপুর র‌্যাব

স্টাফ রিপোর্টার।। ১টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড কার্তুজ ও ২০৫ পিস ইয়াবাসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ শাহারিয়ার হোসেন @  শান্ত (২২)কে আটক করেছে ফরিদপুর র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে, ১ লা অক্টোব-১৯ মঙ্গলবার রাত সারে ৮.টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাইপাস সড়কে নির্মানাধীন টেক্সটাইল কলেজের বিপরীতে জনৈক মোঃ রুবেল মন্ডলের নির্মানাধীন মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার ১নং গোয়ালচামট সড়ক গ্রামের মোঃ শাহাদাৎ হোসেনের ছেলে।

এ বিষয়ে, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জনতার মেইলকে জানান- আটকের পর মোঃ শাহারিয়ার হোসেন @  শান্তর দেহ তল্লাশী করে তার কাধে ঝোলানো ব্যাগ ব্যাগের মধ্যে থেকে ১টি ওয়ান শুটারগান অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং আসামীর পরিহিত প্যান্টের পকেট থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আসামীকে জিজ্ঞাসাবাদ ও আসামীর সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে জানা যায় যে, আসামী পেশাদার মাদক ব্যবসায়ী ও সে জনসম্মুখে অস্ত্র প্রদর্শন করে বিভিন্ন আইন বিরোধী কার্যকলাপ করে থাকে। আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদক, অস্ত্র, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধের জন্য ০৯টি মামলা রেকর্ডভুক্ত আছে।

উদ্ধারকৃত অস্ত্র-গুলি, ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্ত করা হয়েছে।

Comments

comments