আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন পালিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ ,২৯ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১১:২৯ অপরাহ্ণ ,২৯ সেপ্টেম্বর, ২০১৯
রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন পালিত

উজ্জ্বল চক্রবর্ত্তী।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর-১৯ শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায়, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম বক্তৃতা করেন।
পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা রোপন কর্মসুচীর উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।

     

এ সময় ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারন সম্পাদক রুহুল আমীন, ছাত্রলীগ নেতা শাহিন, স্বেচ্ছা সেবক লীগ রাজবাড়ী পৌর শাখার সভাপতি ইফতি হক সৌরভ, সাধারন সম্পাদক ইমরান সর্দারসহ ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের কর্মসুচীতে যোগদান করেন তারা।

Comments

comments