এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ ,২৬ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৭:৪০ অপরাহ্ণ ,২৮ সেপ্টেম্বর, ২০১৯
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ ,২৬ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৭:৪০ অপরাহ্ণ ,২৮ সেপ্টেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে- মাদারীপুর জেলার কালকিনি থানার মামলা নং-০৩, তারিখঃ ০৫ সেপ্টেম্বর ২০১৯খ্রিঃ, ধারাঃ ১৪৩/১৪৮/৩৭৯/৩২৬/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড- ১৮৬০ এর এজাহার নামীয় পলাতক আসামী আজম শিকদার (৩০)কে গ্রেফতার করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
২৬ সেপ্টেম্বর-১৯ বিকেল সারে ৩.টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন দক্ষিণ সাহেবরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ সাহেবরামপুর গ্রামের ইচাহাক শিকদারের ছেলে। সে উক্ত মামলার এজাহার নামীয় পলাতক আসমী। ধৃত আসামীকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়।