আজ : শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বসন্তপুর ইউপি আ’লীগের কাউন্সিলে মান্নান সভাপতি ও হাবিবুল সাঃ সম্পাদক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ ,২৬ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৭:৫৫ অপরাহ্ণ ,২৭ সেপ্টেম্বর, ২০১৯
বসন্তপুর ইউপি আ’লীগের কাউন্সিলে মান্নান সভাপতি ও হাবিবুল সাঃ সম্পাদক

উজ্জ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে, চেয়ার প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মান্নান মিয়া ও আম প্রতীক নিয়ে ১৪০ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মীর্জা মোঃ ফরিদুজ্জামান হাবিবুল

২৬ সেপ্টেম্বর-১৯ বৃহস্পতিবার বিকালে বসন্তপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বের আলোচনা সভায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ্যাড. সফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. সফিকুল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান প্রমূখ।

সভা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সকল পদ বিলুপ্তি করে নতুন কমিটি ঘোষনা করা হয়। কাউন্সিল সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

comments