খানখানাপুর ইউপি আ’লীগের কাউন্সিলে-সভাপতি আমীর ও সাঃ সম্পাদক নান্নু
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ ,২৫ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৭:৩০ অপরাহ্ণ ,২৭ সেপ্টেম্বর, ২০১৯
উজ্জ্বল চক্রবর্ত্তী।। খানখানাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলে সভাপতি হয়েছেন আমীর আলী মোল্লা ও সাধারণ সম্পাদক হলেন মোঃ ফরহাদ হোসেন নান্নু।
২৫ সেপ্টেম্বর-১৯ বুধবার রাজবাড়ী সদর উপজেলার সুরাজ মোহিনী ইনষ্টিটিউট (স্কুল এন্ড কলেজ) প্রাঙ্গনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
মোট ২৩৩ ভোটের মধ্যে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে ১২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আমীর আলী মোল্লা। তিনি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার প্রতিদন্দি সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি পেয়েছেন ৬৮ ভোট। অপরদিকে,সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন নান্নু পাখা প্রতীকে ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ছিলেন-সাবেক যুগ্ম সম্পাদক। তার নিকটতম প্রতিদন্দি মোঃ সাগর পেয়েছেন ৮৩ ভোট।
কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বের আলোচনা সভায় খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. সফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান। অধিবেশনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান।