২৫৭ ক্যান বিয়ার আটক, পালিয়েছে ব্যবসায়ী শহীদুল
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ ,২২ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১১:১০ অপরাহ্ণ ,২২ সেপ্টেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। ২৫৭ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করেছে মাদারীপুর র্যাব। অভিযানের সময় পলাতক থাকায় গ্রেফতার করা যায়নি বিয়ার ব্যবসায়ী মোঃ শহীদুল মাতব্বরকে।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে ২০ সেপ্টেম্বর-১৯ শুক্রবার রাত পৌনে ১২.টার দিকে মাদারীপুর জেলার সদর থানাধীন মধ্য গাছবাড়িয়া এলাকায় মোঃ শহীদুল মাতব্বরের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পলাতক ব্যাক্তি হলো- মাদারীপুর জেলার সদর উপজেলার মধ্য গাছবাড়িয়া গ্রামের লুৎফর রহমান @ লাল মিয়ার ছেলে মোঃ শহীদুল মাতব্বর (৪৫।
স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, পলাতক আসামী শহীদুল মাতব্বর পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানা এলাকায় বিদেশী বিয়ারসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
উদ্ধারকৃত বিয়ারসমূহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় পলাতক আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।