আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুরে নগদ টাকা ও ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ ,১৮ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৮:৩৯ অপরাহ্ণ ,১৯ সেপ্টেম্বর, ২০১৯
শরীয়তপুরে নগদ টাকা ও ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ পোর্টার।। ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল বেপারী (২৫)কে হাতে নাতে আটক করেছে মাদারীপুর র‌্যাব। এসময় তার নিকট হতে ২টি মোবাইল, ৩টি সীমকার্ড ও মাদক বিক্রিত নগদ ৪,০০০/-টাকা উদ্ধার করা হয়।

১৮ সেপ্টেম্বর-১৯ বুধবার রাত সারে ৮.টার দিকে শরীয়তপুর জেলার পালং থানাধীন পৌর অডিটরিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক ব্যাক্তি, শরিয়তপুর জেলার পালং উপজেলার তুলসার গ্রামের হাসমত আলী বেপারীর ছেলে।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জনতার মেইল কে জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার পালং থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।

Comments

comments