মাদারীপুরে একাধিক মাদক মামলার ১ আসামী ইয়াবাসহ আটক
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ ,১৮ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১১:৩৬ অপরাহ্ণ ,১৮ সেপ্টেম্বর, ২০১৯
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ ,১৮ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১১:৩৬ অপরাহ্ণ ,১৮ সেপ্টেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে ১৮ সেপ্টেম্বর-১৯ বুধবার বেলা সারে ৩.টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন সাহেবরামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১২ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মোঃ স্বপন হাওলাদার (৩৩)কে হাতে নাতে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃত ব্যাক্তি, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ক্রোকিরচর গ্রামের মৃত মোশারফ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।