আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আফড়া ইসলামিয়া ছিদ্দিকীয়া আলীম মাদ্রাসার ৪র্থ তলা ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ ,১৭ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১০:৫৯ অপরাহ্ণ ,১৮ সেপ্টেম্বর, ২০১৯
আফড়া ইসলামিয়া ছিদ্দিকীয়া আলীম মাদ্রাসার ৪র্থ তলা ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন

উজ্জ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া ইসলামিয়া ছিদ্দিকীয়া আলীম মাদ্রাসার ৪র্থ তলা ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

১৬ সেপ্টেম্বর-১৯ সোমবার সকালে এ ভিত্তি প্রস্থর উদ্বোধন আগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায়, মাদ্রাসার সভাপতি মোঃ তানভীরুল ইসলাম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, অগ্রণী ব্যাংক সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার নজরুল ইসলাম মনি, জেলা পরিষদ সদস্য মোঃ আলাউদ্দিন শেখ,চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী,  চন্দনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আকরাম হোসেন,সাধারন সম্পাদক শেখ মোঃ আব্দুর রব ও খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আতাহার হোসেন তকদীর। স্বাগত বক্তৃতা করেন, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইমদাদুল ইসলাম। এসময়- মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, খানগঞ্জ ও চন্দনী ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক ভাবে ২ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার ৯শত ৬১ টাকা ব্যয়ে মাদ্রাসার ৪র্থ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন ও মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কারিগরি তত্বাবধায়নে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে মেসার্স রাজিন ইন্টারন্যাশনাল ( জেভি) নির্মাতা প্রতিষ্ঠান কাজটি করছেন।

প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শেখ হাসিনার সরকারের আমলে আজ মাদ্রাসার ৪র্থ তলা ভবন নির্মাণ হচ্ছে। আমি আশা রাখবো এখান থেকে যেন ভালো শিক্ষার্থী বের হয়। শিক্ষার মান যেন উন্নত হয়। শুধু ভবন হলেই হবে না শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে হবে। কোন শিক্ষক, শিক্ষার্থী যদি অন্যায় করে তারাও  ছাড় পাবে না। শিক্ষকদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য কাজ করতে হবে। শেখ হাসিনার ঘোষিত ভিশন বাস্তবায়নে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন- শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। রাজবাড়ীতেও স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, সড়ক, সেতু, কালভার্টসহ সকল প্রকার উন্নয়ন কর্মকান্ড সাধিত হচ্ছে। আশা করছি আগামী এক বছরের মধ্যে রাজবাড়ীতে কোন কাঁচা সড়ক থাকবে না।

Comments

comments