উজ্জ্বল চক্রবর্ত্তী।। দীর্ঘ ১৫ বছর পর- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ,রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে, রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কঙ্কন, সহ-সভাপতি মেহেদী হাসিনা পারভীন এবং সাধারন সম্পাদক শাহিদা চৌধুরী তন্নী ও যুগ্ম-সম্পাদক হাসিনা ইসলামের নাম ঘোষনা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সুফিয়া খাতুন। পড়ে জেলা আওয়ামী লীগ ও নব ঘোষিত সভাপতি সাধারন সম্পাদকদের সমন্ময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে জানান তিনি।
জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে ১৪ সেপ্টেম্বর-১৯ শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে, রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি কামরুন নাহার চৌধুরী লাভলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম। সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সুফিয়া খাতুন। প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত আসনের এমপি সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমূখ।
সম্মেলনে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ, জেলা, উপজেলা ও ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে,জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। পড়ে বেলুন ও শান্তির পতীক পায়ড়া উড়ানোর পর দলীয় বরণ নৃত্যের মাধ্যমে শুরু হয় সম্মেলনের মুল আনুষ্ঠিকতা।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।