উজ্জ্বল চক্রবর্ত্তী।। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনাসভা, বঙ্গবন্ধুর উপর কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
১২ সেপ্টেম্বর-১৯ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার ছোটভাকলার নিভৃত পল্লীতে কাশিমা গ্রামে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াসপুরীর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল অভিনন্দন জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসক মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর পরিদর্শন করেন। ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এ জাদুঘর দেখে তিনি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াসপুরীকে আন্তরিক ধন্যবাদ জানান। পরে তিনি মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর চত্বরে আয়োজিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা, বঙ্গবন্ধুর উপর কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনাসভায়, মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষন জাদুঘরের প্রতিষ্ঠাতা ও ছোটভাকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াসের সভাপতিত্ব-অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসাম ইমাম চৌধুরী, ছোটভাকলা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লাসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
এর আগে, জেলা প্রশাসক ছোটভাকলা ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, চাকির তালুক কমিউনিটি ক্লিনিক ও জনৈক কৃষক আব্দুস সোবহান মোল্লার মাল্টা ক্ষেত পরিদর্শন করেন। এসময় তিনি, গোয়ালন্দ কৃষি বিভাগের উদ্ভাবনী পরিকল্পনায় মাল্টা চাষ কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।