স্টাফ রিপোর্টার।। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য শওকত আলী মন্ডল (৪০) কে গুলি করে হত্যা করেছে সন্ত্রসীরা।
নিহত শওকত, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাগদুলী গ্রামের নজির মন্ডলের ছেলে। সে মৌরাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর ছিলেন এবং ২টি কন্যা ও একটি পুত্র সন্তানের জনক।
১০ সেপ্টেম্বর-১৯ মঙ্গলবার রাত ৯.টার দিকে বাগদুলী বাজার এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯.টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসী বাগদুলী বাজার এলাকায় আওয়ামীলীগ নেতা শওকত মন্ডলের উপর হামলা করে। এ সময় সন্ত্রাসীরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। একই সাথে শওকত মন্ডলকে মারপিট ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে স্থানীয়রা শওকত মন্ডলকে উদ্ধার করে প্রথমে পাংশা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক বলেন, আমার ইউনিয়নের নির্বাচিত সদস্যদের মধ্যে শওকত মন্ডল ছিলেন বেশ অত্যান্ত নিষ্ঠাবান। এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। এ ঘটনায় তিনি হত্যাকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, কে বা কারা এ হত্যাকা- ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তবে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।