আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উদ্যোক্তা প্রশিক্ষন উদ্বোধন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ ,৯ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১২:১২ পূর্বাহ্ণ ,১০ সেপ্টেম্বর, ২০১৯
উদ্যোক্তা প্রশিক্ষন উদ্বোধন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

উজ্জ্বল চক্রবর্ত্তী।। “তারুন্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে উদ্যোক্তা প্রশিক্ষনের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ৯ সেপ্টেম্বর-১৯ সোমবার সকালে রাজবাড়ী শহরের পোদ্দার পুকুর পাড় এলাকায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

এ সময়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ রাজবাড়ীর সমন্বয়ক ও প্রশিক্ষক ফাতেমাতুজ জোহুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলীপ কুমার কর প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন,কিভাবে মিল ফ্যাক্টরী তৈরি করতে হয়? কিভাবে অর্থের যোগান দিতে হয়? কিভাবে এলসি খোলা যায়? সে ব্যপারে ধারনা দেওয়া হবে এ প্রশিক্ষনে। আমি মনে করি এই প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষিত বেকার সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। এই প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীরা স্বাবলম্বী হতে পারবে।
জেলা প্রশাসক আরো বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে রাজবাড়ীতে ২৫ জন করে একটি গ্রুপ তৈরি করে ১৫ দিনের প্রশিক্ষন দেওয়া হবে। এভাবে জেলার মোট ৩৭৫ জনকে প্রশিক্ষনের আওতায় নিয়ে আসা হবে।

Comments

comments