রাজবাড়ীর নিমতলা হতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ ,৮ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৩৮ অপরাহ্ণ ,৯ সেপ্টেম্বর, ২০১৯
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ ,৮ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৩৮ অপরাহ্ণ ,৯ সেপ্টেম্বর, ২০১৯
উজ্জ্বল চক্রবর্ত্তী।। ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকায় রাস্তার পাশে মস্তক পিষ্ঠ অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ সেপ্টেম্বর-১৯ শনিবার দিবাগত রাত ২.টার সময় আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা মহাসড়কে টহল দেওয়ার সময় মরদেহটি উদ্ধার করে।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ পারভেজ ভূইয়া বলেন, ধারনা করা হচ্ছে রাতে মহাসড়কে চলাচলরত দ্রুতগতির কোন যানবাহন তাকে চাপা দিতে পারে। মরদেহের মাথা এমনভাবে পৃষ্ঠ হয়ে তার চেহারা দেখে সনাক্ত করা কষ্টকর। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।