ফরিদপুর সদরে চলছে তামাক পন্য সিগারেটের প্রচারনা
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ ,৭ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৭:৫৬ অপরাহ্ণ ,৯ সেপ্টেম্বর, ২০১৯
ফরিদপুর সংবাদদাতা ।। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের শহরের বিভিন্ন জায়গায় চলছে তামাক পন্যের প্রচারনা। আর এই প্রচারনার সহযোগীতা করে চলছে কিছু অসাধু দোকানদার। কোম্পানী টার্গেট হিসাবে বেছে নিয়েছে গ্রামগঞ্জের সাধারন খেটে খাওয়া মানুষদের।
সরেজমিনে দেখা যায়, ফরিদপুর সদর মুন্সিবাজার খেয়াঘাট নিউ মুন্সি ষ্টোর মুদি দোকানদার আশেপাশের কিছু দোকানের সহযোগিতা নিয়ে দোকানের মধ্যে শত শত জনগনকে এক জায়গায় করে আকিজ গ্রুপের জাপান টোবাকোর তামকজাত পন্য নেভী সিগারেট ও শেক সিগারেটের প্রচারনা করে চলছে। (উল্লেখ্য, এই আকিজ টোবাকো বর্তমান জাপান টোবাকো নামে পরিচিত)।
কোম্পানী দেয়া বাহারি রকমের পোষাক পরিধান করে সাধারন মানুষকে খাবার ও ফিল্ম দেখার লোভ দেখিয়ে চলছে তামাক পন্য সিগারেটের প্রচারনা। কোম্পানীর প্রতিনিধিরা বড় আকারের লোভ দেখিয়ে দোকানদারদের হাত করে নিয়ে থাকে। পরে দোকানদাররা জনগন কে এক জায়গা করার দায়িত্ব নিয়ে থাকে।
কোম্পানীর মার্কেটেং কাজে দ্বায়িত্বরত প্রতিনিধিরা জানায়, আকিজ গ্রুপের পন্য সিগারেট বর্তমান জাপান টোবাকো নামে পরিচিতি করার উদ্দেশ্যে আমরা প্রচারনা করছি।
দোকানদার এ বিষয়ে বলেন আমরা কোম্পানীর সাথে ব্যাবসা করি তার কারনে আমরা তাদের কে সহযোগিতা করছি।
তামাক পন্যের প্রচার, বিজ্ঞাপন, প্রচারনা করা তো নিষিদ্ধ এমন প্রশ্নের উত্তরে কোম্পানীর প্রতিনিধিরা ও দোকানদাররা বলেন, বাংলাদেশে তো প্রতিদিন কত আইন পাস করা হয় সেটা মেনে চলে কয়জন ?
এই বিষয়ে ফরিদপুর সিভিল সার্জন এনামুল হক এ প্রতিবেদককে বলেন, তামাক জাতীয় সব ধরনের পন্য প্রচারনা করা নিষেধ ।
ভোক্তা সংস্থা-ক্যাব ফরিদপুর শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ বলেন, তামাক জাতীয় যা কিছু রয়েছে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই বিষয়ের দিকে লক্ষ্য রেখে আইন মোতাবেক বিজ্ঞাপন বা প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।