রাজবাড়ীতে ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ ,৩ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১০:১৪ অপরাহ্ণ ,৩ সেপ্টেম্বর, ২০১৯
উজ্জ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী এবং দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা পরিষদের আয়োজনে ৩রা সেপ্টেম্বর-১৯ মঙ্গলবার দুপুরে পরিষদের মিলনায়তনে উপজেলার ৪৩ টি স্কুল, ১৯ টি মাদরাসা ও ৬ জন দুঃস্থ মহিলাদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসব সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা শিাক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান, ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল,বানিবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা বাচ্চু প্রমূখ।
এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও দুঃস্থ মহিলারা উপস্থিত ছিলেন।
এ সময়, বাল্য বিবাহ, সন্ত্রাস, ইফটিজিং রোধে সবাইকে সচেতন হবার পাশাপাশি অসহায়, গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়িয়ে সহযোগীতা করার অনুরোধ করা হয়। এছাড়া, খেলধুলার মাধ্যমে বাচ্চাদের মন ভাল থাকবে এবং সেলাই মেশিনের মাধ্যমে দুঃস্থ মহিলাদের পরিবারে স্বচ্ছলতা আসবে বলে বক্তারা বলেন।