আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ ,২ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১১:০৯ অপরাহ্ণ ,২ সেপ্টেম্বর, ২০১৯
পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উজ্জ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের পাঁচুরিয়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকলের সমন্ময়ে এ কাউন্সিলে সভাপতি পদে কাজী আলমগীর হোসেন ও সাধারন সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম মোল্লার নাম ঘোষনা করেন প্রধান অতিথি কাজী ইরাদত আলী।

২রা সেপ্টেম্বর-১৯ সোমবার বিকালে ইউনিয়নের মুকুন্দিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের মাধ্যমে আগামী তিন বছরের জন্য কাজী আলমগীর হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মোঃ নুরুল ইসলাম মোল্লা সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাবেক কমিটিতে তারা দু’জনই ছিলেন।

 

কাউন্সিল অধিবেশনের আলোচনা সভায় পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুস সোবাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. সফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান প্রমূখ।

সভা শেষে, ইউনিয়ন আওয়ামী লীগের সকল পদ বিলুপ্ত  করা হয় এবং নতুন কমিটি ঘোষনা করা হয়।

দ্বিতীয় পর্বে কাউন্সিলে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে কাজী আলমগীর হোসেন ও হারুন অর রশিদ এবং সাধারন সম্পাদক পদে নুরুল ইসলাম মোল্লা, রফিকুল ইসলাম, কাজী মমিনুল হক, শিল্পী দেওয়ান আহসান উদ্দিন, মহব্বত হোসেন ও হাতেম আলী খান প্রতিদ্বন্দী করেন।
পরবর্তীতে সভাপতি ও সাধারন সম্পাদকের পদ প্রত্যাশীদের সমন্ময়ের মাধ্যমে একক ভাবে সভাপতি পদে কাজী আলমগীর হোসেন ও সাধারন সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম মোল্লার নাম ঘোষনা করেন প্রধান অতিথি কাজী ইরাদত আলী।
কাউন্সিল সভায় জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর ছাত্রলীগের সভাপতি সামছুল ছালেহীন অপুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

comments