উজ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর তমিজুদ্দিন খান উচ্চ বালিকা বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনের জন্য দুর্নীতি দমন কমিশন কতৃক বরাদ্দকৃত নগদ ২৮ হাজার টাকা প্রদান করলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় শিক্ষার্থীদের হাতে তুলে দেন ২২৭ টি খাতা ও ২১২ টি স্কেল।
“সবাই মিলে গড়বো দেশ, দুর্ণীতিমুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে ৩১শে আগস্ট-১৯ শনিবার দুপুর ১২.টার দিকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন- রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এ অনুষ্ঠানে,আরো উপস্থিত ছিলেন- রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি প্রফেসর মোঃ কুদরত আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ তোসলীম উদ্দিন আহমেদ, খানখানাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম লাল, খানখানাপুর তমিজুদ্দিন খান উচ্চ বালিকা বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য মোঃ নাজিম উদ্দীন মিয়া প্রমূখ।
এর আগে--
খানখানাপুর ইউনিয়নের সুরাজমোহিনী ইন্সটিটিউট পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি দু’টি বিদ্যালয় প্রাঙ্গণেই বৃক্ষের চারা রোপণ করেন।
এছাড়াও সকাল ১১.টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রুপপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময়ে তিনি সমগ্র আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখেন এবং সেখানের বসবাসকারীদের খোঁজখবর নেন। তাদের সমস্যাদির কথা শুনেন ও তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।