আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ইজিবাইক চাপায় আহত সেই সুমাইয়ার ৮দিন পরেও জ্ঞান ফেরেনি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ ,১ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৪:০৫ অপরাহ্ণ ,২ সেপ্টেম্বর, ২০১৯
রাজবাড়ীতে ইজিবাইক চাপায় আহত সেই সুমাইয়ার ৮দিন পরেও জ্ঞান ফেরেনি

স্টাফ রিপোর্টার।। ৮দিন আগে ইজিবাইকের চাপায় গুরুতর আহত হওয়া ৮ম শ্রেনীর ছাত্রী সুমাইয়ার এখনো জ্ঞান ফেরেনি। সে বর্তমানে মোহাম্মদপুর সিটি হাসপাতালে আইসিইউ- তে অজ্ঞান অবস্থায় চিকিৎস্যাধীন রয়েছে।

গত ২৪শে আগস্ট-১৯  মঙ্গলবার দুপুরের দিকে  রাজবাড়ী জেলা শহরের প্রানকেন্দ্রের অংকুর স্কুল এন্ড কলেজ থেকে স্কুল ছুটির পর  মায়ের সাথে রিক্সা যোগে বাড়ী যাবার সময় শহরের শিল্পকলার সামনে অন্য একটি অটো রিক্সা ওভারটেকিং এর সময় সুমাইয়ার রিক্সাকে সজোড়ে ধাক্কা দিলে সুমাইয়া রাস্তায় পরে যায়। এ সময় ব্যাটারি চালিত অটো/ইজিবাইক সুমাইয়ার বুক ও গলার উপর দিয়ে উঠে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত পেলে প্রথমে তাকে রাজবাড়ী সদর হাঁসপাতাল, এরপর ফরিদপুরে আশঙ্কা জনক অবস্থায় তাকে  উন্নত চিকিৎসার জন্য  ঢাকায়  রেফার করা হয়। সে বর্তমানে মোহাম্মদপুর সিটি হাসপাতালে আইসিইউ-তে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন।

সুমাইয়ার বাবা জালাল উদ্দীন রাজবাড়ী সদর উপজেলার দাদসী বাজারের একজন কাপড় ব্যাবসায়ী। তিনি জানান এক সপ্তাহ হয়ে গেলো অথচ আমার মেয়ের এখনো অবস্থার উন্নতি হয়নি। তার এখনো জ্ঞান ফেরেনি।

প্রতিদিন তার চিকিতস্যার জন্য পাচ হাজার টাকার বেশি ঔষধ লাগে আর আই সি ইউ এর ভাড়া দিন ২০ হাজার টাকা । এত টাকা আমার পক্ষে যোগার করা সম্ভব হচ্ছেনা। সুমাইয়ার জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মানুষ সুমাইয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন। রমজান আলী বাবু নামে একজন তার আইডিতে লিখেছেন–

Ramjan Ali Babu

আজও জ্ঞান ফিরেনি সুমাইয়ার..!
অংকুর স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী সুমাইয়া সড়ক দুঃঘটনায় আহত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে,,তিন চার দিন অতিবাহিত হলেও সুমাইয়ার আজও জ্ঞান ফেরেনি…. উদ্বিগ্ন তার পিতা মাতা আত্বিয় স্বজন সহ তার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক সবাই
হে আল্লাহ তুমি সুমাইয়ার জ্ঞান ফিরিয়ে দাও..
সবাই দোয়া করবেন সুমাইয়ার জন্য মহান আল্লাহ যেন মেয়েটাকে সুস্হ ও স্বাভাবিক জিবন ফিরিয়ে দেন

Comments

comments