উজ্জ্বল চক্রবর্ত্তী।। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজবাড়ীর কৃষকদের স্মৃতি রক্ষার্থে তাদের স্মরণে ‘এ মাটির শ্রেষ্ঠ সন্তান’ নামে একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিমের ব্যক্তিগত অর্থায়নে ও তার নিজ উদ্যোগে এ ভাস্কর্যটি নির্মাণ করেন।
৩০ আগস্ট-১৯ শুক্রবার বিকেল ৫.টায় রাজবাড়ীর সদরের রামকান্তপুর ইউনিয়নে স্বর্ণ শিমুলতলা গ্রামে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিমের বুনন আর্ট স্পেসে ভাস্কর্যটির উদ্বোধন করেন- রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এ সময় উপস্থিত ছিলেন- সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার সম্পাদক বাবু মল্লিক, জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট (আইসিটি)আরিফ উজ্জমান আরিফ ও রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে, চিত্রশিল্পী মনসুর উল করিম অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মৃতি লালন ও ধারনের লক্ষ্যে পূর্ণাঙ্গ এ স্মারক ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। মূলত একাত্তরের রাজবাড়ীতে অনেক কৃষক সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের স্মরণেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।'
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম যে ভাস্কর্যটি নির্মাণ করেছেন তা খুবই প্রশংসার দাবিদার। মুক্তিযুদ্ধে কৃষকদের অংশগ্রহণকে স্মরণীয় করে রাখতে তার এই সৃজনশীল চিন্তাকে আমরা সাধুবাদ জানাই।
এ সময় চিত্রশিল্পী মনসুর উল করিমের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক রাজবাড়ীতে একটি আর্ট কলেজ স্থাপনের আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।