দৌলতদিয়া ঘাটে সুজাতকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ইমন গ্রেফতার; থানায় মামলা
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ ,২৭ আগস্ট, ২০১৯ | আপডেট: ১০:০২ অপরাহ্ণ ,২৮ আগস্ট, ২০১৯
স্টাফ রিপোর্টার।। দৌলতদিয়া ঘাট এলাকায় চাকু দিয়ে কুপিয়ে সুজাদ (২২) কে ধারালো ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ইমন নামের সন্ত্রাসী। এসময় ঘটনা স্থল থেকে মোঃ ইমন শেখ কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
নিহত সুজাদ- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহাদত মেম্বার পাড়া গ্রামের ডা. আলী নুর হোসেনের ছেলে। এবং ঘাতক ইমন- একই এলাকার হাসান শেখের ছেলে।
২৬শে আগষ্ট-১৯ সোমবার বিকেল ৫.টার দিকে দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়কের বাম পাশে (বাচ্চুর মুদি দেকোনের পাশে) শাহাদৎ মেম্বারের গ্রামে প্রবেশ পথে ইমন সুজাত শেখকে এলাপাথারি কোপাতে থাকে, এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে ইমন পালিয়ে যায়। আপরদিকে- গুরুতর জখমকৃত সুজাত শেখকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ফরিদপুর ৫শত বেড হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিদপুর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মরত ডাঃ তাপস চন্দ্র মন্ডল জানান, নিহত সুজাদের পেটে, হাতে ও পিঠে ৪টি ধারালো অস্ত্রের কুপানোর চিহ্ন রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানা পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ২৭/৮/২০১৯ তারিখে সকাল সারে ৯.টার দিকে নিহত সুজাতের মা ডা. রাবেয়া খাতুন বাদী হয়ে ইমনকে আসামী করে গোয়ালন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-৪০, ধারা ৩০২।
এ ঘটনায়, নিহত সুজাতের মা ডা. রাবেয়া খাতুন মামলায় বর্নণা করেছেন- এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আমার ছেলে সুজাতের সাথে ইমনের বেশ কিছুদিন ধরে বিরোধ চলিয়া আসিতেছে, উক্ত বিরোধের জের ধরিয়া ইমন আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। আমার সন্দেহ হয় আমার ছেলের হত্যার ব্যপারে আরো কেউ জড়িত থাকতে পারে।