রাজবাড়ীতে ইজিবাইক দূর্ঘটনায় গুরুতর জখম ৮ম শ্রেনীর ছাত্রী সুমাইয়া
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ ,২৪ আগস্ট, ২০১৯ | আপডেট: ৮:১২ অপরাহ্ণ ,২৫ আগস্ট, ২০১৯
নিজস্ব প্রতিনিধি।। অন্যমনষ্কে বেপরোয়া গতিতে চালিত ইজিবাইকটি বুক ও গলার ওপর দিয়ে উঠে গুরুতর জখম ও আহত হয়েছে অষ্টম শ্রেণী’র ছাত্রী সুমাইয়া আক্তার।
সুমাইয়া, রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের জালালের মেয়ে ও অংকুর স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্রী।
২৪ আগষ্ট-১৯ শনিবার স্কুল ছুটির পরে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এ দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে, অংকুর স্কুল এ্যান্ড কলেজের আব্দুর রউফ হিটু তিনি তার ফেসবুক আইডিতে পোষ্ট করেছেন যে–আমাদের অংকুর স্কুল এন্ড কলেজ এর ৮ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া স্কুল থেকে ফেরার পথে এক্সিডেন্ট করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জেলা শিল্পকলার সামনে অটোগাড়ি তার বুক ও গলার ওপর দিয়ে উঠে যায়। রাজবাড়ী সদর হাসপাতাল থেকে আশংকাজনক অবস্থায় ফরিদপুরে রেফার্ড করেছে। রক্তাক্ত নিথর দেহটি এ্যাম্বুলেন্সে তুলে দিলাম। একটু আগেই ফরিদপুর থেকে ঢাকা রেফার্ড করেছে। ভিষণ কষ্ট হচ্ছে।
হে আল্লাহ তুমি মেয়েটাকে সুস্থ করে দাও,বাবা-মায়ের বুক খালি করনা। সবাই দোয়া করবেন…
এ দূর্ঘটনা প্রসঙ্গে শত শত লোক ফেসবুকে লিখে ক্ষোভ প্রকাশ করেছে, কিছু তুলেধরা হলোঃ-
# কোনো অটো চালকেরই ড্রাইভিং লাইসেন্স নাই। ওরা ইচ্ছামত ড্রিইভ করে। ওদেরও লাইসেন্স বাধ্যতামূলক করা দরকার।
# অটোচালকরা বেপরোয়া হয়ে উঠেছে। ৫০% অটো চালকরা হচ্চে মাস্তান শ্রেনীর ও মাদকের সাথে জড়িত। এদের নিয়ন্ত্রন করা উচিৎ।
# রাজবাড়ী সহ সারা দেশে এই অটো ড্রাইভারদের অদক্ষতা অজ্ঞতার কারনে বহু দুঘটনা ঘটে চলেছে, দেখার কেউ নেই, আল্লাহ মেয়েটাকে সুস্থ্য করে দিন। ১ঘন্টা আগে ওটিতে ঢুকিয়েছে। মাথার ভেতরে রক্তক্ষরণ হচ্ছে..